রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ছেলেদের খেলায় ইংরেজি বিভাগকে ২–১ গোলে হারায় বাংলা বিভাগ। আর মেয়েদের ফাইনালে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ ইংরেজিকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দিনের প্রথম ম্যাচে শুরুতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বাংলা বিভাগ। গোল করেন নজরুল। তবে প্রথমার্ধেই ইংরেজি বিভাগের তাইয়ুস পেনাল্টি থেকে সমতা ফেরান। খেলার দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার আগে জয়সূচক গোল করেন বাংলার চংলক। সেই গোলেই জয় নিশ্চিত হয় বাংলার। মেয়েদের ম্যাচে একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। দলের অধিনায়ক মার্জিয়ার গোলে ইংরেজিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (ছাত্র) হয়েছেন বাংলা বিভাগের ফয়সাল আহমেদ শিতল। ম্যাচসেরা চংলক। ১০ গোল করে সেরা গোলদাতা হয়েছেন ইংরেজি বিভাগের কাফসাত তাইয়ুস এবং সেরা গোলকিপার হয়েছেন একই...