বিশ্বকাপ বাছাইয়ে ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের ২-০ তে জেতা ম্যাচের ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন উসমান দেম্বেলে। তবে ৮১ মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন। এবার জানা গেল চোটের কারণে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড ইনজুরির কারণে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে অন্তত্য দুটি ম্যাচ মিস করবেন। এক বিবৃতিতে দেম্বেলের চোটে পড়ার খবর নিশ্চিত করেছে পিএসজি। শনিবার বিবৃতিতে পিএসজি জানায়, 'শুক্রবার ইউক্রেন-ফ্রান্স ম্যাচে চোট পাওয়ার পর উসমান দেম্বেলের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর সমস্যা ধরা পড়েছে।' আন্তর্জাতিক বিরতিতে পিএসজির আরও এক খেলোয়াড় চোটে পড়েছেন। ডান পায়ের পেশিতে টান লাগায় প্রায় চার সপ্তাহ খেলতে পারবেন না দিজিরে দুয়ে। দেম্বেলেকে...