বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে– কারণ ইসলামের মাওলানা, খাদেমসহ মসুলমানদের জেলে বন্দি করে রেখেছে মাসের পর মাস, বছরের পর বছর। মানুষ ইসলামের পক্ষে কথা বললেই তাকে জেলে বন্দি করে রাখা হতো। দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন মানুষকে কীভাবে জেলখানায় বন্দি করে হত্যা করল শেখ হাসিনা। যেভাবে হাজার হাজার ঈমাম, মাওলানাসহ সাধারণ মুসল্লিদের নির্যাতন করেছে, আল্লাহর পক্ষ থেকে তারই গজব পড়েছে...