০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট জয়ের ব্যাপারে বাংলাদেশ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির মিডল অর্ডার ব্যাটার জাকের আলী। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপের মঞ্চে খেলতে নামবে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে, এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপের গ্রুপ পর্বে মিশন শেষ হবে বাংলাদেশের। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, গেল কয়েক মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল করেছে বাংলাদেশ দল এবং তাদের বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে। কিন্তু এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে তারা। চোপরার মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাকের বলেন, ‘কাউকে জবার দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। আমরা সবাই বিশ্বাস করি,...