০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে সম্প্রতি বিএনপির প্রচারণায় দেখা যাওয়ার পর থেকেই তাকে ঘিরে সামাজিক মাধ্যম জুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এমনকি ট্রলের বন্যায় ভাসানো হচ্ছে এই অভিনেত্রীকে। অপুকে নিয়ে ট্রল করতে দেখা গেছে সময়ের আরেক আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি’কেও।পরীমণি তার ভেরিফায়েড ফেইবুকে অপুকে খোঁচা মেরে লিখেছেন, “ আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।” পোস্টে পরীমণি কারও নাম উল্লেখ না করলেও সাধারণ নেটিজেনরা ঠিকই বুঝে নিয়েছে এটি যে পরীমণি, অপু বিশ্বাসকে খোঁচা দিয়েই লিখেছেন। এদিকে চিত্র নায়িকা অপুর...