নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৭ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজার নতুন উচ্চতায় পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৬.১৫ পয়েন্টে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। সূচকের এই উত্থানের পেছনে মূল অবদান রেখেছে ছয়টি কোম্পানি, যাদের সম্মিলিত অবদান ছিল ১৪ পয়েন্টের বেশি। তথ্য বিশ্লেষণ দিয়েছে লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল। প্রধান সূচক উত্থানে অবদান রাখা কোম্পানিগুলো হলো—ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন এবং আইপিডিসি ফাইন্যান্স। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক। একাই ডিএসই সূচকে প্রায় ৬ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা ১০ পয়সায়। দিনজুড়ে এর দর উঠানামা করেছে ৭৩ টাকা ৮০...