ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক প্রার্থী।রোববার (০৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।সরে দাঁড়ানো প্রার্থীর নাম মাসুম বিল্লাল। তিনি ডাকসু হল সংসদে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভিপিপ্রার্থী ছিলেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মাসুম বিল্লাল। আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়িয়েছি। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। আমি জানি কর্মীর চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।ডাকসু নির্বাচন /সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে গেলেন আরেক প্রার্থীমাসুম বলেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রেখে আমি ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী মো. আসিকুর রহমান আশিককে সম্পূর্ণ সমর্থন জানিয়েছি।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদের প্রার্থী ও বহিষ্কৃত...