যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। রাশিয়ার তেল কেনার জেরে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া-চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। তবে দেশটি কয়েক মাসের মধ্যেই ক্ষমা চেয়ে আলোচনার টেবিলে ফিরবে বলে মনে করছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে এবং তারা বলবে যে আমরা ক্ষমা চাই। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করার চেষ্টা করবে।’ ভারতকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, নয়াদিল্লি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির ওপর তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। আরও পড়ুনআরও পড়ুনলোহিত সাগরে কেবল কাটার জেরে ইন্টারনেট বিভ্রাট, যা বলছে মাইক্রোসফট সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারত...