গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী বহুতল ভবন এবং ঘরবাড়ি ধ্বংস করেছে। এর ফলে যেসব ফিলিস্তিনির আশ্রয়ের জন্য যৎসামান্য উপকরণ ছিল এখন তাদের আর কিছুই নেই। গাজার এক নারী আল জাজিরাকে জানান, ইসরায়েলি বাহিনীর জোরপূর্বক উচ্ছেদের হুমকির পর উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হওয়ার পর তিনি একটি তাঁবুতে বসবাস করছিলেন। ওই নারী বলেন, “কিন্তু তারপর তারা একটি টাওয়ারে বোমা মেরেছিল এবং তাঁবুটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। এখন আমাদের আর একটি তাঁবু নেই। আমার কাছে আরেকটি তাঁবু কেনার জন্য কোনো টাকা নেই।” শনিবার গাজার সবেচেয়ে উঁচু আবাসিক ভবন আল-সুসির টাওয়ার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। এখানে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি হামলার কারণে ভবনটির আশেপাশে থাকা বাস্তুচ্যুতদের আবাসস্থলও ধ্বংস হয়ে গেছে। গাজা সিটির বাসিন্দা মুস্তাফা আল-জামাল আল জাজিরাকে...