দেশজুড়ে ৫৭ জেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‘সবুজে সাজাই বাংলাদেশ’ উদ্যোগের সফল বাস্তবায়নে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্ব করেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। নিজেদের পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) নিয়ে লক্ষ্যপূরণের ধারাবাহিকতায় অর্থবহ এ উদ্যোগের সাথে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির অংশগ্রহণ উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করে এ কর্মসূচি। তরুণ প্রজন্ম, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে যুক্ত করে পরিবেশবান্ধব ইকোসিস্টেম ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখবে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ উদ্যোগ। এ উদ্যোগের অধীনে এখন পর্যন্ত ৪৫ জেলায় বৃক্ষরোপণ করা হয়েছে। এর মধ্যে উত্তরায় বড় পরিসরে আয়োজনের পাশাপাশি সারাদেশে ৬২ হাজার ৪০০টির বেশি চারা রোপণ ও বিতরণ করা এ হয়েছে। বাংলালিংকের রিজিওনাল টিম, প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে...