ইউক্রেনের প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের প্রধান সরকারি ভবনে রাশিয়ার ড্রোন হামলার সময় ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া ৮০৫টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোর মধ্যে ৭৫১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন থেকে ছোঁড়া অন্তত ৬৯টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ২১টি ক্রাসনোদার ক্রাইয়ের ওপর, ১৩টি ভোরোনেজ অঞ্চলে এবং ১০টি বেলগোরোড অঞ্চলেই থামানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। বাকিগুলো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার এ হামলার পর প্যারিস চুক্তি বাস্তবায়নের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রামে এক লেখায় প্রথম প্রতিক্রিয়ায় ‘প্যারিসে যা কিছু সম্মত হয়েছিল তা বাস্তবায়নের’ আহ্বান জানিয়েছেন তিনি। ওই পোস্টে...