হাসপাতালটির টিএসআই ডা. রঞ্জন বর্মন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়। আমাদের কিছুই করার ছিলো না। এদিকে, সন্তান হারিয়ে শোকে তাদের বাবা মা বাকরুদ্ধ হয়ে গেছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু হলেন- শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে চাঁদনি ও চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিঝুম। সম্পর্কে তারা দুজন মামাতো-ফুফাতো বোন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ওই দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি...