বলিউডের তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। এর মধ্যে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে এ তারকা দম্পতির বিরুদ্ধে। এর মাঝেই নাকি বাড়ি ছেড়ে চলে গেছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এ খবরের মাঝেই শোনা গেল আরেক ঘটনা; প্রেমে পড়েছেন শিল্পা শেঠিও। সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে এমন খবর। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত সিনেমা ‘মেহর’। এ সিনেমা মুক্তির আগেই তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যা ত্রাণে দান করবেন। তাতেও সাড়া পড়েনি। এবার নাকি স্ত্রীও ভুলতে বসলেন তাকে। আরও পড়ুনআরও পড়ুন‘নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন’, কেন বললেন ইমন এদিকে কোরিওগ্রাফার ফারাহ খান আসেন শিল্পা শেঠির বাড়িতে। তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের...