ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের সুযোগ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছেন চিকিৎসা-বহির্ভূত লোকজন। অভিযোগ উঠেছে, প্রাতিষ্ঠানিক চিকিৎসা শিক্ষা না থাকা সত্ত্বেও একজন চায়ের দোকানি রোগীদের চিকিৎসা দিচ্ছেন। স্থানীয়রা জানান, দিনের বেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চা বিক্রি করা মুফাজ্জল বিকেল গড়ালে হাসপাতালে প্রবেশ করে জরুরি বিভাগের দায়িত্ব নেন। তিনি এমনকি আহত রোগীর সেলাইও করছেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। শর্শি গ্রামের এক অভিভাবক বলেন, “আমার ছেলের গলায় দুর্ঘটনায় কাচ ঢুকে গিয়েছিল। হাসপাতালে নেয়ার পর ওই লোকই সেলাই করে দিয়েছেন। ডাক্তার না হয়েও যদি দোকানদার এমন কাজ করে, তাহলে রোগীরা নিরাপদ চিকিৎসা পাবেন কীভাবে?” অভিযোগ রয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক পরিচয়ে থাকা কয়েকজন বহিরাগত রোগীদের কাছ থেকে টাকা নিচ্ছেন এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও...