বাংলাদেশের ইতিহাসের ফ্যাসিবাদবিরোধী অন্যতম তাত্ত্বিক, গণঅভ্যুত্থানের পথকে জনগণের মুক্তির দিশা হিসেবে হাজিরের রূপকার ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। নেতৃবৃন্দ বলেন, বদরুদ্দীন উমর বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এক অনন্য সাধারণ চরিত্র।তিনি বার বার ইতিহাসের গতিধারা বিশ্লেষণ করে জনগণের সংগ্রামের পথনির্দেশ করেছেন। জীবনের পুরোটা সময়জুড়ে অবিচল থেকেছেন প্রগতিশীল, গণতান্ত্রিক, গণমুখী রাজনৈতিক কর্মকাণ্ডে। তারা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শকে ফ্যাসিবাদ হিসেবে তত্ত্বায়ন করে সেক্টর কমান্ডার কর্নেল কাজী নুরুজ্জামানসহ বদরুদ্দীন উমর ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক কমিটি গড়ে তোলার উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন সেই ২০০০ সালের আগেই। আওয়ামী লীগের রাজনীতিকে ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে। গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আপস তাঁর অভিধানে ছিল...