ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। একসময় যার অভিনয় ছাড়া বাণিজ্যিক সিনেমার গল্প যেন অসম্পূর্ণ থেকে যেত। প্রায় আট শতাধিক সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তবে দীর্ঘদিন তিনি প্রবাস জীবন কাটাচ্ছেন। কেন দেশ ছাড়লেন? প্রশ্নের উত্তরে সোজাসাপ্টা উত্তর আহমেদ শরীফের— “দেশে থাকলে তাকে হাত পেতে খেতে হতো। কাজ নেই, সিনেমা কমে গেছে আশঙ্কাজনক হারে, বন্ধ হয়ে গেছে অসংখ্য সিনেমা হল। এরই ধাক্কা লেগেছে শিল্পীদের জীবনে।” রবিবার (৭ সেপ্টেম্বর) এফডিসিতে প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “চলচ্চিত্রে কজন মানুষ আছে যে নিশ্চিত করে বলতে পারে, তার দুবেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই। দেশে আসার পর সবার সঙ্গে কথা হয়েছে, সবাই বলছে শরীফ ভাই আপনি ঠিক জায়গাতেই আঘাত করেছেন। সত্যি বলছি, যদি আমি বাংলাদেশে...