চাঁদপুরের ফরিদগঞ্জে সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব জয়শ্রী বটগাছ সংলগ্ন খালপাড় থেকে সরকারি প্রাথমকি বিদ্যালয় পর্যন্ত রাস্তায় এ প্রতিবাদ জানান তারা। এলাকাবাসী জানান, পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা এটি। সামান্য বৃষ্টিতে রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি বাড়ছে। একইসঙ্গে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনছুর বলেন, ‘‘রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিবছর বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে। দীর্ঘদিন ধরে শিক্ষকের কোটা খালি থাকলেও রাস্তার বেহাল দশায় কোনো শিক্ষক এখানে...