০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম দক্ষিণ চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচনের পথে কর্ণফুলী উপজেলা। উপজেলার ক্রচিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশে ৪.৭ একর জমিতে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ হাসপাতাল চালু হলে শুধু কর্ণফুলী নয়, আশপাশের উপজেলা এবং কক্সবাজার জেলার একটি বড় অংশ বিশেষায়িত চিকিৎসাসেবার আওতায় আসবে। গত ১ জুলাই সকালে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জমির ল্যান্ড সার্ভে কার্যক্রম সম্পন্ন হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন। জমি পরিমাপ ও দখল হস্তান্তরের মাধ্যমে হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হয়। শিল্পাঞ্চল হিসেবে সুপরিচিত কর্ণফুলীতে অসংখ্য গার্মেন্টস, সিমেন্ট, সয়াবিন তেল, ইস্পাত ও বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন হাজারো শ্রমিক।...