‘বিগ বস’ সিজন ১৯-এর একটি পর্ব ঘিরে শনিবার ( ৬ সেপ্টেম্বর) রীতিমতো নেটপাড়া উত্তাল হয়ে যায়। এমনকি এ পর্বে সালমানের বিভিন্ন মন্তব্য ঘিরে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন ‘বিগ বস’র ঘরে প্রতিযোগীকে বলা কথা নাকি তাকেই বলা এমনটা নয়। তা নাকি সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা মেরেই বলেছেন। অনেকের মনেই কৌতূহল জেগেছে, ‘আসলে সেদিন ঠিক কী ঘটেছিল’! আসলে এদিন প্রতিযোগী ফারহানাকে একহাত নেন সালমান খান। অভিযোগ ‘বিগ বস’র অন্দরমহলে সবার মধ্যে তিনিই নাকি বিবাদ সৃষ্টি করছেন। আর তার উসকানিমূলক কথাবার্তাই নাকি এ জন্য দায়ী। একথা জানার পরই সালমান রীতিমতো ফারহানাকে ভর্ৎসনা করেন। একইসঙ্গে সালমান বলেন, ‘যিনি সবার মধ্যে শান্তি বজায় রাখেন তিনিই আসলে শান্তির দূত। সবার মধ্যে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে সে সাহায্য করে।’ এরপরেই...