রোববার দুপুর ১২টায় সিহালি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, পিরব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইনছান আলী, উথলি ও সিহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, প্রগতি কল্যাণ সংস্থার সদস্যগণ ও স্থানীয় সাংবাদিকরা। প্রধান অতিথি জিয়াউর রহমান বলেন, “বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং...