ঢাকা: ইরাকের বাগদাদে স্থানীয় দুটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে নিহত হয়েছেন ৬ জন। যার মধ্যে সংঘর্ষ থামাতে যাওয়া ৪ জন পুলিশ সদস্যও ছিলেন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রবিবার (৭ সেপ্টেম্বর ) এমনটাই জানানো হয়।নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি বিদ্যুৎ জেনারেটরের ফি বাড়ানোকে কেন্দ্র করে শনিবার রাতে এই সংঘর্ষ শুরু হয়। ইরাকে সরকারি বিদ্যুৎ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকায় ব্যক্তিমালিকানাধীন জেনারেটরের ওপর অধিকাংশ মানুষ নির্ভর করে।বাগদাদের সাআদা এলাকায় এ সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলা হয়।এ সময় দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। আহত অবস্থায় আরো দুজন পুলিশ সদস্য পরে মারা যান। এ ছাড়া আরো ৯ জন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানায় মন্ত্রণালয়। পুলিশের পাল্টা গুলিতে দুই ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।ইরাকে...