পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ইশিবার পদত্যাগের ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির পরবর্তী নেতৃত্ব কে দেবেন সেদিকে এখন মনোযোগ সবার।ইশিবার পদত্যাগের ফলে তার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হবে, যেখানে বিজয়ী প্রধানমন্ত্রী হওয়ার জন্য পার্লামেন্ট ভোটের মুখোমুখি হবেন।রয়টার্সজানায়, জাপানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়া আগের তুলনায় আরও জটিল। প্রথমত, এলডিপিকে ইশিবার স্থলাভিষিক্ত হিসেবে একজন নতুন সভাপতি নির্বাচন করতে হবে। যার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।২০২৪ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত শেষ দলীয় নেতৃত্বের প্রতিযোগিতায়, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হতে, দলের আইন প্রণেতাদের কাছ থেকে ২০ জনের মনোনয়ন নিশ্চিত করতে হয়েছিল।এছাড়া প্রার্থীরা জাপান জুড়ে বিতর্ক এবং প্রচারণার একটি পর্ব শুরু করবেন, যা শেষ হবে আইন প্রণেতা এবং দলীয় সদস্যদের ভোটগ্রহণের মাধ্যমে। শেষ প্রতিযোগিতায় ৯ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং ইশিবা...