বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আজ রোববার ৭ সেপ্টেম্বর দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ নিয়ে অনেক কল্পকাহিনি ও কুসংস্কার আছে। যার বেশিরভাগ প্রচলিত থাকলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এখন সচেতন অনেকেই সেসব মানেন না। তবে চন্দ্রগ্রহণ নিয়ে মাতামাতিরও শেষ নেই। অনেকে প্রস্তুতি নিচ্ছেন বন্ধুবান্ধব বা পরিবার-প্রিয়জন নিয়ে চন্দ্রগ্রহণ দেখার। বাংলাদেশ সময় অনুযায়ী, চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। এবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে। আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাড মুন। পৃথিবী, চাঁদ ও সূর্য যখন এই সরলরেখায় আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের...