সপ্তাহ জুড়েই মূল্যসূচকের উত্থানে আজও ঢাকার শেয়ার বাজারে লেনদেন ছাড়িয়েছে ১৪০০ কোটির ঘর। যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া, এসময় ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২১ দশমিক আট সাত পয়েন্ট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও বেড়েছে ২২ দশমিক সাত চার পয়েন্টের বেশি। রোববার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম ৫ মিনিটে প্রধান সূচক বাড়ে ৩৪ পয়েন্ট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ২১ দশমিক আট সাত বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা। যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১০৩ কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া ৪০০টি কোম্পানি ও...