মরিয়মের বর্ণনা- ১২ বছরের মরিয়মের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। মুখমণ্ডল গোলাকার, মাথার চুলকোকরা, খাট। নিখোঁজের সময় জলপাই রংয়ের নতুন স্ত্রী পিছ পড়া ছিলো মেয়েটি। দুই হাতে ও দুট পায়ে বিভিন্ন দাগ আছে। পিরোজপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে মেয়েটি। জিডির তদন্তের দায়িত্বপ্রাপ্ত পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মো. আব্দুল জলিল বলেন, সাধারণ ডায়েরির পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। সারাদেশের থানাগুলোতে বেতার বার্তা পাঠানো হয়েছে। ফেসবুক পেজেও ছবিসহ পোস্ট করেছি। পত্রিকায় নিখোঁজ...