অল্প বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়, যা কাদা ও আবর্জনার সঙ্গে মিশে শিক্ষার্থীদের চলাচল দুর্ভোগজনক করে তোলে। বিকল্প রাস্তা ব্যবহার করাও সমস্যাপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত এই সড়কে দিন-রাত শত শত শিক্ষার্থী চলাচল করেন। তবে জমে থাকা পানির কারণে স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আতঙ্কে তারা ভুগছেন। রাতে পানিতে গর্ত ঢেকে যাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। বর্ষাকালে সমস্যাটি ভয়াবহ রূপ নেয়; কয়েকদিন টানা বৃষ্টি হলে সড়ক কার্যত খালে পরিণত হয়। শিক্ষক ও কর্মচারীরাও একই দুর্ভোগের শিকার হন, কারণ হলের পিছনে তাদের আবাসস্থল। ড্রেনেজ ব্যবস্থার ঘাটতির কারণে এই সমস্যা দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধান পাচ্ছে না। শিক্ষার্থীরা একাধিকবার কর্তৃপক্ষকে জানালেও কার্যকর পদক্ষেপ হয়নি। শেখ রেহেনা হলের প্রভোস্ট রেহেনা পারভীন মালা বলেন, “কাজটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রালি করা হয়, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু বাজেট না থাকার...