আগামী নভেম্বরে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ১৭ নভেম্বর সিরিজ শুরু হয়ে পর্দা নামবে ২৯ নভেম্বর ফাইনাল দিয়ে। রাওয়ালপিন্ডি ও লাহোরে গড়াবে ম্যাচগুলো। সিরিজে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ২৯ নভেম্বর ফাইনালে লড়বে। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম দুটি ম্যাচ এবং লাহোরে ফাইনালসহ বাকি ৫টি ম্যাচ গড়াবে। চলতি বছরে দ্বিতীয়বারে মত ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে সেখানে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজ খেলছে তারা। চলমান সিরিজটির ফাইনাল গড়াবে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায়, প্রতিপক্ষ পাকিস্তান ও আফগানিস্তান। অন্যদিকে পাকিস্তানে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল শ্রীলঙ্কার। সিরিজ থেকে টি-টুয়েন্টি সরিয়ে আরেকটি...