ছেলে হয়েও মেয়ে সেজে টিকটকে বানাতেন ভিডিও। মেয়েদের পোশাক পরে অশ্লীল ভিডিও তৈরি ও পরে সেগুলো সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার স্বাবি জেলায়। পুলিশের মুখপাত্র লিয়াকত আলী জানান, অভিযুক্তের নাম আব্দুল মুগীজ। তিনি নারীর পোশাক পরে বিভিন্ন ভঙ্গিতে অশালীন ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করতেন। এ ধরনের কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অস্বস্তি ছড়িয়ে পড়ে। বিভিন্ন অভিযোগ পাওয়ার পর বামখেল পুলিশ পোস্ট দ্রুত ব্যবস্থা নিয়ে মুগীজকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্ত অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এমন অনৈতিক কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন। উল্লেখ্য, পাকিস্তানে এর আগেও একাধিকবার টিকটক বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানায়—প্ল্যাটফর্মটিতে অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট...