অনেকদিন উচ্চ থাকার পর কিছুটা কমতে শুরু করেছে মোটা চালের দাম। ভারত থেকে চাল আমদানির পর কেজিতে দাম কমেছে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। খাদ্য অধিদপ্তরের দাবি, শুল্কমুক্ত আমদানির সুবিধা পাওয়ায় বাজারে প্রভাব পড়ছে। আপাতত চালের বাজার অস্থির হওয়ার সম্ভাবনা নেই। বেশ কয়েক মাস ধরেই স্বস্তি ছিল না চালের বাজারে। চাহিদা মাফিক কেনা গেলেও গুনতে হচ্ছিল বাড়তি দাম। অবশেষে দীর্ঘ চার মাস পর সরকারের শুল্কমুক্ত আমদানির সুবিধায় চালের দাম কমছে। বাজারে গত সপ্তাহে ভালো মানের মিনিকেট চাল ৮০ টাকার ওপরে বিক্রি হলেও এখন তা কেনা যাচ্ছে ৭৭ থেকে ৭৮ টাকায়। মোটা চালের দাম এক থেকে দুই টাকা কমে পাওয়া যাচ্ছে ৬০ টাকার নিচে। টিসিবির হিসাবে, চালের দাম এক মাসে কমেছে দেড় শতাংশ। তবে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কজাত চালের দাম খুব একটা...