রাব্বুল আলামিন আরও বলেন, ‘হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুগ্ধপোষ্য শিশুর কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে। আর তুমি মানুষকে দেখবে মাতালের মতো, অথচ তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি খুব কঠিন হওয়ায় মানুষের অবস্থা এরূপ হবে।’ (সুরা হজ : ১-২)কাঁচা পেঁয়াজ-রসুন খাওয়া কি হারাম, যা বলছে হাদিসভয়াবহ এই কেয়ামতকে ঘিরে বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, কিয়ামতের আগে কী কী আলামত প্রকাশ পাবে? হাদিসে রাসুলুল্লাহ (সা.) এসব আলামতের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এর মধ্যে বড় একটি আলামত হলো, মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ফোরাত নদী শুকিয়ে গিয়ে সেখান থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হওয়া। সাম্প্রতিক সময়ে নদীটির পানির স্তর হ্রাস...