ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফোর্টে অবস্থিত একটি পুরোনো,মধ্যযুগীয় একটি ভবনের জরাজীর্ণ অফিস থেকে প্রকাশিত হয় দেশের প্রাচীনতম ও অন্যতম সুপরিচিত পারসি ম্যাগাজিন পারসিয়ানা। আগামী অক্টোবর মাসে বন্ধ হয়ে যাবে এই ম্যাগাজিনটি। প্রকাশিত হওয়ার ৬০ বছর পর ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর পাঠক কমছে, অর্থের ঘাটতি আছে এবং ম্যাগাজিনটি চালাবে এমন লোকও নেই। পারসি সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য ও ভাবনা লিপিবদ্ধ করতে ১৯৬৪ সালে চিকিৎসক পেস্তোজি ওয়ার্ডেন ম্যাগাজিনটির প্রকাশ শুরু করেন। পোস্তোজি চন্দন কাঠের ব্যবসাতেও জড়িত ছিলেন। তখন থেকে একটা সময় পর্যন্ত ক্রমাগত ম্যাগাজিনটির পাঠক ও প্রভাব বেড়েছে। বহু পারসির কাছে এটি ছিল তাদের সম্প্রদায়ের কার্যকলাপের জানালা। যখন পারসি সম্প্রদায়ের সংখ্যা ক্রমশ কমে আসছিল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছিল, তখন ম্যাগাজিনটি হয়ে উঠেছিল...