নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ||রাইজিংবিডি.কম ৭৫ বছর বয়সে বিএ পাস করা সাদেক আলীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে ৭৫ বছর বয়সী এক কৃষক বিয়ে পাস করেছেন৷ এই সাফল্যে রবিবার (৭ সেপ্টেম্বর) বাউবি অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সদ্য বিএ পাস করা সাদেক আলী প্রামাণিক নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা। তিমি নাটোর দিঘাপতিয়া এম কে কলেজ থেকে সম্প্রতি বিএ পাস করেন।আরো পড়ুন:এ সপ্তাহের রাশিফল (৬-১২ সেপ্টেম্বর)এ সপ্তাহের রাশিফল (৩০ আগস্ট-৫ সেপ্টেম্বর) বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘‘অসুস্থ শরীর, ভাঙা পা, তবু ৭৫ বছর বয়সে বিএ পাসের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষার বয়স নেই। সাদেক আলী অদম্য যোদ্ধা, এই সমাজের বাতিঘর। এটা কেবল ডিগ্রি অর্জনের গল্প নয়। এটা...