প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। উপদেষ্টা জানান, অক্টোবরের মধ্যে ১৫০ উপজেলায় মিড-ডে মিল চালু হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার সবশেষ রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমান সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’—এই প্রতিপাদ্যে সোমবার পালিত হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি ৮ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বব্যাপী। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, সমীক্ষা রিপোর্ট অনুযায়ী দেশের ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর। কিন্তু বাস্তবে এই হার আরও বেশি। সরকার এই হার কমাতে বেশকিছু উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘যদি আপনি খুব গভীরভাবে স্টাডি করেন, তাহলে সত্যিকার অর্থে...