সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক জায়গায় এখনো রাস্তার পুরনো পিচগুলো উঠানো হয়নি। আবার কোনো কোনো জায়গায় পিচ না উঠিয়ে রাস্তা কার্পেটিং করা হয়েছে। রাস্তায় ব্যবহার হচ্ছে নিম্নমানের কাঁচামাল। এছাড়াও পিচ করার পর রাস্তার মাঝে অনেক ফাঁক রয়ে গেছে। বেশির ভাগ জায়গায় সমান না করায় দেবে গেছে সাইড। উপজেলার ওসমানপুর এলাকার মেহেদী হাসান, রাকিবুল বলেন, কাজের নামে এরা শুধু লুটপাট করছে। এদের কাজের কোনো সিস্টেম নেই-কোথায় আগে করতে হবে আর কোথায় পরে করতে হবে, এর কোনো সিরিয়াল নেই। এদের নাটকীয়তার কারণে আমাদের ভোগান্তি বাড়ছে। অপরদিকে উপজেলার সীমানা দেয়াল তৈরি করার কারণে রাস্তা সংকীর্ণ হচ্ছে, সেটার কোনো বাধা নেই। সূরা মসজিদ এলাকার সিদ্দিক, বলাহার এলাকার রায়হান, ডুগডুগি এলাকার আজিজার রহমানসহ একাধিক ব্যক্তি দুঃখপ্রকাশ করে বলেন, সঠিক সময়ে কাজ না হওয়ায় মানুষসহ যান...