০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম নওগাঁর আত্রাই উপজেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির প্রভাষক নাসরিন আরা, শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা, মোস্তাফিজুর রহমান তোতা, নিলুফা ইয়াসমিন, সাইদুর রহমান, শিক্ষার্থী ফারাজনা ইয়াসমিন, আরাবী আন্তুম, তাসিন আহনাফ এবং অভিভাবক প্রতিনিধি নাসিমা খাতুনসহ অন্যান্যরা। মানবববন্ধনে বক্তারা বলেন- একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে অপচেষ্টা চালাচ্ছে। ফসবুক লাইভে আমাদের বিদ্যালয়কে ‘যৌনপল্লী’ হিসেবে আখ্যায়িত করেছেন যা অত্যন্ত ন্যক্কারজনক ও মানহানিকর। যদি কোনো অনিয়ম থেকে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা তদন্ত করে...