০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম মস্তিষ্কের আঘাত সম্পূর্ণভাবে সারিয়ে তোলার কোনো উপায় নেই। মস্তিষ্ককে নিরাময়ের দিকে পরিচালিত করার নির্দিষ্ট কোনো চিকিৎসা সরঞ্জাম বা পদ্ধতিও নেই। কিন্তু ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গেফেন স্কুল অব মেডিসিনের স্নায়ুবিজ্ঞানের প্রধান ড. এস. থমাস কারমাইকেল মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের ওপর গবেষণায় এ চিত্রের বিপরীত প্রমাণ দেখেছেন। ড. কারমাইকেল প্রত্যক্ষ করেছেন—আঘাতের পর, ক্ষতস্থানের কাছাকাছি থাকা সুস্থ নিউরনগুলো শিকড়ের মতো নতুন অ্যাক্সন উৎপন্ন করে; এগুলো একটি বলয় তৈরি করে এবং বৈদ্যুতিক সংকেত পরিবহন করে। তার রোগীরা হাঁটা, ধরতে সক্ষম হওয়া এবং বাক্যে শব্দ জোড়া দেওয়ার মতো কাজ পুনরায় শিখেছেন। কোনোভাবে তাদের মস্তিষ্ক নিরাময় ও অভিযোজিত হচ্ছে। তিনি বলেন, "কিছু একটা ঘটছে।" স্ট্রোকের মতো আঘাতগুলো কেবল মস্তিষ্কের একটি অংশকে ধ্বংস করে না; এটি আঘাতপ্রাপ্ত...