গরমের সময় এয়ার কন্ডিশনারের শীতল পরশ বেশ লাগে। তবে এর বাতাসেই থাকতে পারে অ্যালার্জিসহ নানান অসুস্থতার উপাদান। কারণ এই যন্ত্র ঘরের ভেতরের বাতাস থেকে আর্দ্রতা বের করে আর দেয় ঠাণ্ডা বাতাস। যে কারণে এসি’র ভেতর ছত্রাকসহ নানান অনুজীবের বিস্তার ঘটতে পারে। “যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা হয় তবে এয়ার কন্ডিশনারে ছত্রাকের বিস্তার ঘটা খুবই স্বাভাবিক বিষয়”- রিয়েলসিম্পল ডটকম’য়ে মন্তব্য করেন ছত্রাক ও বাতাসের মান-বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ মাইকেল রুবিনো। রুবিনো বলেন, “আর্দ্রতা ও প্রাকৃতিক উপাদান হল অনুজীব বা জীবাণুর সংক্রমণের প্রধান উপাদান। তাই ব্যাক্টেরিয়া, ছত্রাক বা অন্যান্য জীবাণু সহজেই এসি’র কয়েলে জন্মাতে পারে। কারণ কয়েলগুলো ঠাণ্ডা থাকে আর বাতাস থেকে আর্দ্রতা দূর করতে ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “এসব জায়গায় যদি একবার ছাতা গজানো শুরু করে তবে সহজেই কয়েকদিনের মধ্যে ছত্রাকে...