তরমুজ মূলত গ্রীষ্মকালীন ফল। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তরমুজ চাষের জন্য উপযুক্ত সময়। দেশের কিছু অঞ্চলে রসালো এ ফলটি বছরজুড়েই আবাদ হচ্ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় উপকূলীয় জেলা খুলনায় মৎস্য ঘেরের পাড়ে বারোমাসি তরমুজ আবাদ করে বাড়তি আয় করছেন কৃষক। কৃষি অধিপ্তরের তথ্য বলছে, জেলার নয়টি উপজেলায় কম বেশি তরমুজ চাষ হলেও শীর্ষে রয়েছে বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা। জেলায় ৯৬৬ হেক্টর জমিতে বারোমাসি তরমুজ আবাদ হয়েছে, যা থেকে ৩০ হাজার ৯০০ টন তরমুজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় কৃষকরা জানান, বীজ বপনের ৪০-৫০ দিনের মাথায় ফুল আসে। ফুল থেকে পরিপুষ্ট তরমুজ হতে সময় লাগে ৭০-৮০ দিন। কম খরচে বেশি লাভ হওয়ায় মৎস্য ঘেরের পাড়ে মাচাং পদ্ধতিতে তরমুজ চাষে আগ্রহ বাড়ছে এ অঞ্চলের কৃষকদের। ঘেরের পাড়ে তরমুজ আবাদের ফলে সেচ দিতেও...