০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ নিহত মোহাম্মদ সজিবের হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবংশামীম ওসমানসহ ৪৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় আরও একশ থেকে দেড়শ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম। এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে থানায় মামলাটি রুজু করা হয়। নিহত সজিবের বাবা মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শহীদদের সরকারি গেজেটে সজিবের নামের ক্রমিক নম্বর ৫৩৬। প্রায় এক পর তিনি নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা মামলাটি নথিভুক্ত করে। মামলার এজাহারে বাদী বলেন, সজিব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আহসান উল্লাহ সুপার মার্কেটের ‘বিক্রমপুর হার্ডওয়ার’ দোকানে...