০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম তুরস্ক সম্প্রতি উন্মোচন করেছে ‘স্টিল ডোম’ নামের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা দেশটির সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। যুগ যুগ ধরে চলে আসা সামরিক ঐতিহ্যের সঙ্গে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আত্মনির্ভরশীলতার এক দারুণ সমন্বয় ঘটিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি। এই বহুমুখী ও একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি কামিকাজে (আত্মঘাতী) ড্রোন থেকে শুরু করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নানা ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম। তুরস্কের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় এটিকে একটি বড় ধরনের উল্লম্ফন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘স্টিল ডোম’ (তুর্কি ভাষায় ‘সালিক কুব্বে’) বন্ধুরাষ্ট্রের মনে আস্থা জোগাবে এবং শত্রুদের মধ্যে ভয় তৈরি করবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থাটি শুধু কয়েকটি ক্ষেপণাস্ত্র ও...