পৃথিবীর অন্যতম পবিত্র স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে সিনাই বা মুসার পর্বত। মিসরে অবস্থিত এ পাহাড়ে মহান আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হযরত মুসা (আ.)। পবিত্র এ স্থানটিকেই এখন বিলাসবহুল মেগা হোটেল-রিসোর্টে রূপান্তরিত করছে মিশর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। খবর বিবিসির। ঐতিহাসিক সিনাই পর্বত শুধু ইসলাম ধর্মের অনুসারীদের কাছেই নয়; পাশাপাশি খ্রিস্টান এবং ইহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় যে এখানেই আল্লাহ তা’আলার কাছ থেকে ঐশ্বরিক বাণী পেয়েছিলেন হযরত মুসা (আ.)। স্থানীয়রা একে ‘জাবাল মুসা’ নামে চেনেন। বহু বছর ধরে এখানে দর্শনার্থীরা বেদুইন গাইডদের সঙ্গে নিয়ে পাহাড়ে উঠতেন, ভোরে সূর্যোদয় দেখতেন বা অন্যান্য পদযাত্রায় অংশ নিতেন। কিন্তু, এখন এই পবিত্র স্থানটিকে পর্যটকদের জন্য বিলাসবহুল গন্তব্য বানানোর পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে মিশর। সুবিস্তৃত মরুময় বিচ্ছিন্ন এ জায়গাটি...