জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ভিতিনিয়োর ফুটবল ক্যারিয়ারে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ইতালিয়ান। শুধু ফুটবলের কলাকৌশল নয়, জীবনের নানা দিক সম্পর্কেও তাদের কাছ থেকে শিখছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ক্লাব বতাফোগোয় তার কোচ দাভিদে আনচেলত্তি আর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে দাভিদের বাবা কার্লো আনচেলত্তি। তাদের কাছ থেকে শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভিতিনিয়ো। ক্রুজেইরো যুব দল থেকে উঠে আসা ভিতিনিয়ো ২০১৮ সালে যোগ দেন সার্কেলা ব্রুহায়। চার বছর সেখানে কাটিয়ে ২০২২ সালে যান বার্নলিতে। সেখানে ৭৫ ম্যাচ খেলে এই সেন্টার-ব্যাক ফিরে আসেন ব্রাজিলে, যোগ দেন বতাফোগোয়। এখনও আন্তর্জাতিক ফুটবলে খেলার সৌভাগ্য না হলেও, ২৬ বছর বয়সী ভিতিনিয়ো একবার ডাক পেয়েছিলেন জাতীয় দলের ক্যাম্পে। কিন্তু সেবার শেষ পর্যন্ত তাকে মূল দলে রাখেননি ওই সময়ের কোচ তিতে। বতাফোগোয় দ্যুতি ছড়িয়ে এবার এসেছেন জাতীয় দলে,...