গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার যুবক হলো- শ্রীপুর উপজেলার তালতলী এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে রাকিব (৩৮)। ধর্ষণের শিকার ওই নারীর বয়স ৫২ বছর। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোরে ওই নারী ঘুম থেকে উঠে। পরে কাজে যাওয়ার উদ্দেশে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত রাকিব তার ঘরের ভেতর ঢুকে লাইট বন্ধ করে ঘর অন্ধকার করে দেয়। পরে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় রাকিব। এ...