কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ও অভিনেতা সুব্রতকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন নন্দিত গীতিকবি মুনশী ওয়াদুদ। তবে এই বিব্রতকর পরিস্থিতির পেছনে সাবিনা-সুব্রতর কোনও হাত নেই। পুরো দায়টি পড়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ঘাড়ে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ রবিবার ৭ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমীনকে সম্মাননা প্রদান এবং তার একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাতটায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হওয়ার কথা রয়েছে এ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন দেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্টজন। বিশেষ করে সাবিনা ইসায়াসমীনের দীর্ঘ সংগীতজীবনে যাদের অংশগ্রহণ রয়েছে। সেই সূত্রে গীতিকবি মুনশী ওয়াদুদের বাসায় পাঠানো হয়েছে অনুষ্ঠানটির আমন্ত্রণপত্র। প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো উক্ত প্যাকেট খুললে দেখা যায়, এটির খামে লেখা অভিনেতা সুব্রতর নাম! বিষয়টি দেখে বেজায় বিব্রত হলেন গীতিকবি। তিনি দ্বিধায় পড়ে গেলেন, অনুষ্ঠানে...