গত শুক্রবার গাজার সবচেয়ে উঁচু ভবন মুশতাহা টাওয়ার গুড়িয়ে দেয় ইসরায়েল -এএফপি ক্ষুধা-অপুষ্টিতে গাজার শিশুদের ওজন ভয়ানক কমে যাচ্ছে। শিশু আলি আবু আজরার ওজন এখন হওয়ার কথা ছিল ১৩ কেজি। এখন তার ওজন মাত্র তিন কেজি। ১৮ মাস বয়সী আলি তীব্র অপুষ্টিতে ভুগছে। সে ইসরায়েলের সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করছে। দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ভর্তি শিশুটি দীর্ঘস্থায়ী অপুষ্টির শিকার। এ কারণে তার শরীরের চর্বি এবং পেশি টিস্যু কমে গেছে। যার ফলে তার ত্বক হাড়ের সঙ্গে লেগে আছে। তার মা আনাদোলু এজেন্সিকে জানান, তাঁর ছেলে আলি দীর্ঘস্থায়ী ডায়রিয়া, ফুসকুড়ি, ঘনঘন জ্বর, খিঁচুনি এবং তীব্র ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছে। এক সপ্তাহের মধ্যে তার ওজন এক কেজি কমে গেছে। দুধ নেই, ওষুধ নেই। প্রতিদিন পানিশূন্যতা ও অপুষ্টিতে তার...