০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম প্রয়োজনীয় পয়ঃনিস্কাশন ব্যবস্থা না করে অপরিকল্পিতভাবে মহাসড়ক ও কালভার্ট নির্মাণের কারণে বরিশালের চরকাউয়া এলাকার সহস্রাধিক একর ফসলি জমি বছরের প্রায় ৯ মাস পানির নিচে থাকছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতে কয়েকশ কৃষক রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। কৃষকসহ প্রায় ৪০০ এলাকাবাসী সকালে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের দপ্তরে হাজির হয়ে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় প্রায় ৪০০ কৃষকের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক সবার কথা শুনে সহমর্মিতা প্রকাশ করেন। তিনি সঙ্গে সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে দুপুরের মধ্যে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন। জেলা প্রশাসক...