টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় তার পিএস লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আকুরটাকুর পাড়ায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের কবি নজরুল সরণিতে কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। ভবনটির চার তলায় তার বাসা। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় কাদের সিদ্দিকীর বাসার শুধু জানালার কাচ এবং নিচে পার্কিংয়ে থাকা একটি গাড়ির কাচ ভেঙেছে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, ৬ সেপ্টেম্বর রাত থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কোনো আহত হওয়ার ঘটনা নেই। একটু আগে ওনার পিএস লিখিত অভিযান দিলেন। তিনি বলেন, আমি কাদের সিদ্দিকীর বাসভবনের সামনে ঘটনাস্থলেই রয়েছি। টাঙ্গাইলে...