আমরা প্রায়ই দুটি শব্দ শুনি–‘নির্মোহ’ এবং ‘সততা’। কিন্তু বাস্তব জীবনে কতজন মানুষকে আমরা সত্যিই নির্মোহ ও পরিশুদ্ধ রূপে দেখতে পাই? কথায় নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে সততা বজায় রাখেন–এমন মানুষ কি আমাদের চোখে পড়ে? আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি; কারণ, আমি সেই বিরল মানুষকে চোখে দেখেছি, কথা বলেছি, হাসতে ও চলতে দেখেছি। তিনি হলেন জনাব বদরুদ্দীন উমর।সততার প্রতীক এক কিংবদন্তিবদরুদ্দীন উমর শুধু বাংলাদেশের নন, তিনি ছিলেন বিশ্বের এক কিংবদন্তি চিন্তাবিদ। তাঁর সততা, প্রজ্ঞা এবং নিরপেক্ষ অবস্থান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটুট থেকেছে। কোনো রাজনৈতিক, ব্যক্তিগত বা সামাজিক স্বার্থ কখনো তাঁর অবস্থানকে প্রভাবিত করতে পারেনি। এ কারণেই তাঁর লেখা, তাঁর বক্তব্য এবং তাঁর দৃষ্টিভঙ্গি সবসময় মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং ভবিষ্যতেও সময়ের পরীক্ষায় আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে।আমরা প্রায়ই দেখি, অনেকেই লেখেন...