অভিযোগ অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১০০টি যাত্রীবাহী পরিবহন থেকে ৫০ টাকা হারে আদায় হচ্ছে ৫ হাজার টাকা। এ ছাড়া ৫০টি ট্রাক থেকে ওঠানো হচ্ছে আরও ২ হাজার ৫০০ টাকা। মিনিবাস, পিকআপ, কভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটো ও টমটমসহ অন্যান্য যানবাহন থেকেও নিয়মিত আদায় করা হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ১৬ থেকে ২০ হাজার টাকা উঠছে বকশিশ বাণিজ্যের মাধ্যমে।চালক ও পরিবহন শ্রমিকরা বলছেন, সরকারি ভাড়ার পাশাপাশি জোরপূর্বক এই টাকা দিতে হচ্ছে। বাউফল-ঢাকা রুটের পরিবহন সুপারভাইজার কবির হোসেন বলেন, বকশিশ না দিলে ফেরির লোকজন নানা অজুহাতে হয়রানি করে। বাধ্য হয়ে দিতে হয় অতিরিক্ত টাকা।জলে ভেসে লাখো মানুষের জীবন সংগ্রামপিকআপ চালক মোশাররফের অভিযোগ, ফেরিতে ওঠার সময় শ্রমিকরা গাড়ির সামনে দাঁড়িয়ে টাকা দাবি করে। না দিলে কয়েকজন মিলে হুমকি দেয়।একই অভিযোগ করেছেন স্থানীয় মোটরসাইকেল ও...