নেত্রকোনার পূর্বধলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকাসহ মুনা খানম (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের রাজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুনা খানম ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, নজরুল-মুনা দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুনাকে আটক করা হয়।...